ঢাকা, ৩০ নভেম্বর শনিবার, ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৫৮

আক্রান্ত ১৬০ দেশ

করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ১০ হাজার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১৭ ২০ মার্চ ২০২০  

মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়ালো  ১০ হাজার। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, মহামারীর আকারে ছড়াতে থাকা নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন ১০ হাজার   ৪৮ জন। 


ভাইরাসটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৫৩২ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিচ্ছেন ৮৮ হাজার ৪৩৭ জন।

 

চিকিৎসাধীন ১ লাখ ৩৯ হাজার ৬৬৯ জনের অবস্থা স্থিতিশীল। আর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন ৭ হাজার ৩৭৮ জন।

 

চীনে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯৬৭ জন; আর প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২২৪ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৩৫ জন এবং মারা গেছেন ৩ হাজার ৪০৫ জন।

 

বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ জন করোনায় শনাক্ত হয়েছেন। একজনের মৃত্যু হয়েছেন।

 

এ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের হিসাবে বিশ্বের ১৬০টি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় দেড় লাখে পৌঁছে গেছে।
গত বছরের শেষ দিক থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্থানীয় বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য সমন্বয় করে নিয়মিতভাবে একটি টালি প্রকাশ করে আসছেন জনস হপকিন্সের গবেষকরা।  


 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর